spot_img

২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বিএনপির সাবেক এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন

কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জের সাবেক সংসদ সদস্য বিএনপির সাবেক কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব) এম আনোয়ারুল আজিম মারা গেছেন।

শনিবার (৩১ মে) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির আহমেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা সকাল সাড়ে ১০টায় ঢাকা নিউ ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদ, দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাদ আসর লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে, বাদ মাগরিব মনোহরগঞ্জ স্কুল ও কলেজ মাঠে, বাদ এশা গ্রামের বাড়ি শরীফপুরে অনুষ্ঠিত হবে।

বিএনপির রাজনীতিবিদ আনোয়ারুল আজিম ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন কুমিল্লা ১০ (লাকসাম-মনোহরগঞ্জ) থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss