spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

ফের কমলো এলপি গ্যাসের দাম

জুলাই মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাসে ৩৯ টাকা কমিয়ে ১৩৬৪ টাকা, আর অটোগ্যাস লিটার প্রতি ৬২.৪৬ টাকা দর নির্ধারণ করা হয়েছে। গত জুন মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১৪০৩ টাকা, অটোগ্যাস ছিল ৬৪.৩০ টাকা।

বুধবার (২ জুলাই) বিকেলে নতুন দর ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। এ সময় কমিশনের সদস্য মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার উপস্থিত ছিলেন।

নতুন দাম সন্ধ্যা ৬ টা থেকে কার্যকর হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আন্তর্জাতিক দর কমে যাওয়ায় কমেছে দর। সৌদি সিপির দর টন প্রতি গড়ে ২৫ ডলার কমেছে। তবে ডলারের দর কিছুটা বেড়েছে গতমাসের তুলনায়, ডলারের দর ১২২.৯৫ টাকা থেকে বেড়ে ১২২.৯৮ টাকা হয়েছে।

কয়েক মাস ধরেই এলপি গ্যাসের দামের সূচক নিম্নমুখী রয়েছে। সাধারণত শীতকালে এই পণ্যটির চাহিদা বেড়ে যায়, স্বাভাবিকভাবে দামও ঊর্ধ্বমুখী থাকে। আমদানি নির্ভর এলপিজিতে ২০২১ সালের ১২ এপ্রিলে প্রথম দর ঘোষণা হয়। ওই আদেশে বলা হয় সৌদির দর উঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে।

ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। তবে অভিযোগ রয়েছে কখনই বিইআরসি নির্ধারিত দরে বাজারে এলপি গ্যাস পাওয়া যায় না।

এ বিষয়ে বিইআরসির বক্তব্য অনেকটাই গৎবাঁধা। তারা জেলা প্রশাসন, ভোক্তা অধিদফতরসহ অন্যদের চিঠি দিয়ে দায় সারতে চাইছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss