চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডারের গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে এবং শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান।
তিনি জানান, শনিবার রাত পৌনে দশটায় ইউসুফ মারা যান। ৩২ বছর বয়সী ইউসুফের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। আজ রবিবার সকাল ৭টা ৩৫ মিনিটে মারা যান ইদ্রিস। ২৭ বছর বয়সী ইদ্রিসের শরীরের ৬০ শতাংশ পুড়েছিল ওই আগুনে। তাদের দুজনেরই শ্বাসনালীও পুড়ে গিয়েছিল।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর সকালে ওই গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও দগ্ধ হন মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালেহ (৩৩)।
চমেক হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মোহাম্মদ খালেদ জানান, ৬ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন। তাদের শ্বাসনালী পুড়েছে। পাশাপাশি শরীরে ৪০-৭০ শতাংশ বার্ন রয়েছে।
চস/স