spot_img

১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বিমানবন্দর স্টেশনে ট্রেন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৫

বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব‍্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (২৬ অক্টোবর) বেলা ১১ টা ৫০ মিনিটের দিকে ২৫ ইস্ট বেঙ্গলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত বনলতা এক্সপ্রেসের বিভিন্ন বগিতে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। এসময় অস্ত্রসহ ৫জনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন শহীদুল্লাহ কায়সার (৩২), মো. আবু হানিফ পলাশ (২২), নাজমুল হক (৫১), ইয়াজ উদ্দিন আহমেদ (৩৫) ও মোহাম্মদ আব্দুল্লাহ (৫৭)।

উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো যুক্তরাষ্ট্রের তৈরি সাতটি বিদেশি পিস্তল, ইতালির তৈরি পিস্তল একটি, ১৪টি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি ও ৫ কেজি গানপাউডার।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, অপারেশন বনলতা নামে একটি অভিযান পরিচালনা করেছে আর্মির একটি টিম।

বনলতা এক্সপ্রেস ট্রেনটি অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন। এটি শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলাচল করে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss