spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

‘বন্দুকযুদ্ধে’ নিহত স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামী

ময়মনসিংহের ভালুকায় স্কুলছাত্রী গণধর্ষণ মামলার আসামি সাইফুল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

গতকাল সোমবার (৮ জুলাই) দিবাগত রাত একটার দিকে উপজেলার হাতিবেড় গ্রামে ভালুকা মডেল থানার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম উপজেলার কৈয়াদি গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে গণধর্ষণ মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিনটি ছোরা উদ্ধার করেছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিন জানান, সোমবার দিবাগত রাতে উপজেলা উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকতেরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতেরা পিছু হটে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একজনকে গুলিব্ধি অবস্থায় উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশের চার সদস্য আহত হয়। তাদের ময়মনসিংহ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশের ভাষ্য, গত ১৬ জুন সকালে এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার সময় পথে সাইফুল ও রমজান নামের দুই ব্যক্তি মেয়েটিকে জাপটে ধরে পাশের জঙ্গলে নিয়ে যান। তারা ওই ছাত্রীর গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। তাঁরা ঘটনার ভিডিও করেন। ঘটনাটি কাউকে জানালে অ্যাসিড নিক্ষেপ করা হবে বলে তারা মেয়েটিকে ভয় দেখিয়ে ছেড়ে দেন। গত ২৪ জুন পরীক্ষা দিতে একই রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাচ্ছিল ওই ছাত্রী। এ সময় সাইফুল ও রমজান ধর্ষণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেবেন বলে হুমকি দিয়ে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টার করেন। পরে ওই ছাত্রী বাদী হয়ে সাইফুল ও রমজানকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা করে।

 

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss