spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ফ্রিতে বিসিএস কোচিং নিয়ে এলো পে ইট ফরওয়ার্ড

 

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ফ্রি বিসিএস কোচিংয়ের উদ্যোগ হাতে নিয়েছে ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন পে ইট ফরওয়ার্ড। এই উদ্যোগের পেছনের মূল কারিগর সংগঠনটির প্রতিষ্ঠাতা সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, ফেসবুকে তাঁর আইডি বাদল সৈয়দ। পেশাগত জীবনে বাদল সৈয়দ এনবিআর’র কর কমিশনার।

সামাজিক দায়বদ্ধতা থেকেই মূলত জন্ম সংগঠনটির। “আসুন মায়া ছড়াই” – এই স্লোগানে অসংখ্য পরিবারকে সহযোগিতা করে চলেছে সংগঠনটি। করোনাকালীন সময়ে গরীব মানুষকে সহায়তার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী নিয়ে স্বাস্থ্যকর্মীদের পাশেও দাঁড়িয়েছে এই সংগঠন। বর্তমানে বিসিএস পরীক্ষা নিয়েও কোচিংয়ের ব্যবস্থা করতে যাচ্ছে পে ইট ফরওয়ার্ড।

এ বিষয়ে বাদল সৈয়দ তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। চট্টগ্রাম সময়ের পাঠকদের জন্য তাঁর স্ট্যাটাস হুবহু তুলে ধরা হল-

“আপনারা জানেন, আমারা শিগগিরই বিসিএস ফ্রি কোচিং শুরু করবো। মাত্র কয়েকদিনে চার হাজারের উপর সদস্য এতে যোগ দিয়েছেন। এটা ফ্রি তবে আমরা চাই আপনি মাসে ১০০ টাকা দেবেন। এটা টাকার অভাবে নয়, লাভের জন্যও নয়।

Belongingness তৈরির জন্য। আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য। এটা আপনি ‘দান’ নিচ্ছেন এ অনুভূতির বদলে আত্মমর্যাদাবোধ তৈরি করবে। জীবনে এটা খুবই জরুরি। যারা মাসে ১০০ টাকা দিতে পারবেন না, তাঁরা আবেদন করলে তা দেওয়া লাগবে না। আবেদনের প্রক্রিয়া জানিয়ে দেওয়া হবে। ১০০ টাকা নেওয়ার পরও আমরা এটাকে ফ্রি বলছি, কারণ আমাদের খরচ ১০০ টাকার চাইতে বেশি পড়বে।

 তবে এখন কোনো টাকা পাঠানো যাবে না। পাঁচটি ক্লাস করার পর ভালো লাগলে পাঠাবেন।
এটা আমাদের চ্যারেটি মিশন। এর অপারেশন খরচও বিশাল। তবে বড়ো অংশ খরচ আমরাই খরচ করবো, আপনারা মাসে ১০০ টাকা দেবেন। সেপ্টেম্বরে আমরা জানাবো কীভাবে টাকা দেবেন। দেশের অত্যন্ত মেধাবী কিছু মানুষ এতে স্বেচ্ছায় ক্লাশ নেবেন।

যারা দিনে কমপক্ষে তিন ঘন্টা ( না পারলে দুই ঘন্টা) প্রিপারেশনে সময় দিতে পারবেন না। তাঁরা এতে যোগ দেবেন না। আমরা মনে করি, দেশে আপনি ব্যবসা/ কর্পোরেট চাকুরি যাই করতে চান, ভালো একটি আমলাতন্ত্র ছাড়া তা সম্ভব নয়। কারণ যাই করুন, সরকারের সাহায্যা আপনার লাগবে। তাই সৎ ও যোগ্য একটি সিভিল সার্ভিস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

আরো পড়ুন: জনপ্রিয় চিত্রনায়িকা কবরীর আজ জন্মদিন

চূড়ান্ত ভাইভার সময় আমরা মক ভাইভার ব্যবস্থা করার ইচ্ছা রাখি। ভাইভার আগে সম্ভাবনার ভিত্তিতে আমরা কয়েকজনকে আমাদের খরচে নির্ধারিত উন্নত মানের জায়গায় রেসিডেন্সিয়াল ট্রেইনিং করাবো। এসময় বাইরের দুনিয়ার সাথে আপনাদের কোনো যোগাযোগ থাকতে পারবে না। শুধু প্রিপারেশন নেবেন। সব খরচ (থাকাখাওয়া) আমাদের।

আমাদের অপারেশন খরচের পর যদি কোনো অর্থ বাঁচে তা আমরা আপনাদের জন্যই খরচ করবো। যেমন পরীক্ষা দিতে ঢাকা আসা, থাকা, বইপত্র কেনা (এটা শুধু যারা অসমর্থ তাঁদের জন্য।) এরপর আমরা কর্পোরেট উদ্যোক্তা ট্রেইনিং এর ব্যবস্থা করবো।

আশা করি আগস্টের শেষে আমরা শুরু করবো। মূলত আমাদের বন্ধু এম ওবাইদুল্লাহ চৌধুরী এর অপারেশন হেড থাকবেন।।সাথে থাকবেন বদরুল হাসান। আমি উপদেষ্টা হিসেবে দেখভাল করবো। আমরা কোনো সম্মানী নেবো না। ক্লাশ অনলাইনে হবে।

আমরা আপনাদের মাসিক ১০০ টাকার বিনিময়ে সম্ভাব্য সব সাপোর্ট দেবো। আপনাদের কাজ হবে লেগে থাকা।
তবে আপনাদের শপথ হতে হবে সফল হওয়া নয়, ভালো মানুষ হওয়া। আমরা ভালো মানুষ চাই, সফল মানুষ নয়। এ প্রতিজ্ঞা যারা করতে পারবেন না, তাঁরা না আসাই ভালো।

মনে রাখবেন, অন্যান্য কোচিং সেন্টারের সাথে আমাদের বিরোধ নেই। ওনারা ওনাদের মতো চালাবেন। তাঁরাও অনেকেই ভালো করছেন। কিন্তু যেহেতু আমাদেরটা চ্যারেটি, তাই আমরা কম খরচে দিতে পারছি। তাই ওনাদের সমালোচনা না করাই ভালো।”

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss