মাগুরার বারাশিয়া গ্রামে নৌকায় বেঁধে নদীতে ডুবিয়ে দেয়া শিশু মাহিদের লাশ ঘটনার চারদিন পর উদ্ধার হয়েছে। সদর থানা পুলিশ রবিবার সন্ধ্যায় নবগঙ্গা নদী থেকে শিশুটির গলিত লাশ উদ্ধার করে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, গত বুধবার শিশু মাহিদের বাবা মজিরুল ইসলাম সদর থানায় ছেলে নিখোঁজের ডায়েরি করেন।
এর আগে গত বৃহস্পতিবার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে ফোন এলে পুলিশ ফোনকলের সূত্র ধরে একই গ্রামের প্রতিবেশী আসলামের ছেলে রোহানকে আটক করে। রোহানের স্বীকারোক্তি অনুযায়ী খুলনা থেকে ডুবুরিদল এনে পাশের নবগঙ্গা নদীতে অভিযান চালানো হয়। পরে রবিবার সন্ধ্যায় শিশুটির গলিত লাশ তালের ডোঙ্গার সাথে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
আরো পড়ুন: ৪ ছাত্র অধিকার পরিষদের নেতাকে তুলে নেয়ার অভিযোগ
পূর্ব শত্রুতার জের ধরে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।ৎ
চস/স