spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

স্ত্রীর পর এবার করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর আক্রান্ত হওয়ার আগে থেকেই তাঁর স্ত্রী রাহাত আরা করোনায় সংক্রমিত হন। বর্তমানে এই দম্পতি উত্তরার বাসায় চিকিৎসাধীন আছেন।

আজ মঙ্গলবার বিকেলে দলটির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। করোনা থেকে মুক্তির জন্য বিএনপি মহাসচিব ও তাঁর স্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও উল্লেখ করেন শায়রুল।

এ প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, কয়েক দিন থেকে মহাসচিব ও তাঁর স্ত্রী অসুস্থ বোধ করছিলেন। রোববার স্ত্রী রাহাত আরার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর সোমবার রাতে বিএনপি মহাসচিবের করোনা পরীক্ষার ফলও পজিটিভ আসে। স্কয়ার হাসপাতালের করোনা বিশেষজ্ঞ ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসা চলছে। এই মুহূর্তে সামান্য কাশি ছাড়া আর কোন জটিল উপসর্গ নেই বলে জানান তিনি।

সবশেষ গত ৮ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। এরপর আর কোনো সভা-সমাবেশে তাঁকে দেখা যায়নি।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss