বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে এদেশে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। একটি পলাতক অপশক্তি ও গোষ্ঠী দেশের দীর্ঘদিনের ঐতিহ্য ভঙ্গ করে শান্তিশৃঙ্খলা বিনষ্টের অপপ্রয়াস চালাচ্ছে।
তিনি আরও বলেন, সম্প্রতি সেনাবাহিনী ও পুলিশের উপর হামলা করে একটি গোষ্ঠী চরম ধৃষ্টতার প্রদর্শন করেছে। দেশের স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত করার জন্য একটি পলাতক অপশক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তিনি সাধারণ জনগণের প্রতি সকল ষড়যন্ত্র মোকাবেলায় ধৈর্য ধারণের আহ্বান জানান। পাশাপশি কোন উস্কানিতে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন।
চট্টগ্রাম মহানগর জামায়াতের কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেওয়ানবাজারস্থ নগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ, মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এসএম লুৎফর রহমান।
আরও ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, নগর ওলামা বিভাগের সেক্রেটারি মমতাজুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর, কোতোয়ালী থানা আমির আমির হোসাইন, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী, পতেঙ্গা থানা আমির অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, বন্দর থানা আমির মাহমুদুল আলম, চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ার, সদরঘাট থানা আমির এমএ গফুর প্রমুখ।
চস/স