বগুড়ার আদমদীঘির সান্তাহার হবির মোড় এলাকায় বিআরআইএস নামে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও হতাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় এ আগুন লাগে। আদমদীঘি, নওগাঁ রানীনগর, আত্রাইসহ বিভিন্ন স্থানের ১২টি ফায়ার সার্ভিসের টিম আগুন নেভানোর কাজ করছে।
নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
চস/স