১০ ডিগ্রির নীচে তাপমাত্রা নামায় রংপুর জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে।
সোমবার (২২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম।
রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী ভোর ৬ টায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পত্র মোতাবেক এবং বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা, রংপুর বিভাগের পরামর্শক্রমে রংপুর জেলায় ২২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি ৩ দিনের জন্য সব প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
রংপুরের আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, জেলায় সকাল ৬টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, আমরা সকালেই উপ-পরিচালক স্যারের ম্যাসেজ পেয়ে সঙ্গে সঙ্গে হোয়াটসআ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই ম্যাসেজ দেরিতে দেখেছে। যার কারণে এই উদ্ভূত অবস্থার সৃষ্টি হয়েছে। সবাইকে এ বিষয়ে আগে থেকেই এলার্ট করে দেওয়া হয়েছিল।
চস/স