spot_img

২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইউরোপের বিশ্বকাপ বাছাইয়ের ড্র, একনজরে গ্রুপ তালিকা

বিশ্বকাপের চূড়ান্তপর্বে সবচেয়ে বেশি ১৩ দেশের প্রতিনিধিত্বকারী মহাদেশ ইউরোপের বাছাইপর্ব আগামী মার্চ থেকে শুরু হবে। সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স পড়েছে ‘ডি’ গ্রুপে। রোনালদোর পর্তুগাল পড়েছে ‘এ’ গ্রুপে। তিনবারের বিশ্বকাপজয়ী ইতালি পড়েছে ‘সি’ গ্রুপে। এছাড়া রাশিয়া বিশ্বকাপের আরেক সেমিফাইনালিস্ট বেলজিয়াম পড়েছে ‘ই’ গ্রুপে। ‘আই’ গ্রুপে ইংল্যান্ড, জার্মানি রয়েছে ‘জে’ গ্রুপে।
আগামী মার্চ মাসে শুরু হয়ে বাছাইপর্ব শেষ হবে নভেম্বরে। এর মধ্যে অবশ্য পাওয়া যাবে দশটি গ্রুপের শীর্ষস্থান নিয়ে চূড়ান্তপর্বে জায়গা করে নেওয়া ১০টি দলকে। ১০ গ্রুপের রানার্সআপ আর উয়েফা নেশনস লিগ থেকে আসা দুই দলকে নিয়ে ১২ দলের প্লে-অফ শেষ হবে ২০২২ সালের মার্চে। প্লে-অফ থেকে তিন দল যাবে চূড়ান্ত পর্বে।
২০২২ সালের ২১ নভেম্বর মরুর দেশ কাতার শুরু হবে বিশ্বকাপ।
গ্রুপ ‘এ’ : পর্তুগাল, সার্বিয়া, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, আজারবাইজান
গ্রুপ ‘বি’: স্পেন, সুইডেন, গ্রিস, জর্জিয়া, কসোভো
গ্রুপ ‘সি’: ইতালি, সুইজারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, বুলগেরিয়া, লিথুয়ানিয়া
গ্রুপ ‘ডি’: ফ্রান্স, ইউক্রেন, ফিনল্যান্ড, বসনিয়া, কাজাখস্তান
গ্রুপ ‘ই’: বেলজিয়াম, ওয়েলস, চেক রিপাবলিক, বেলারুশ, এস্তোনিয়া
গ্রুপ ‘এফ’: ডেনমার্ক, অস্ট্রিয়া, স্কটল্যান্ড, ইসরায়েল, ফারো আইল্যান্ডস, মলদোভা
গ্রুপ ‘জি’: নেদার‌ল্যান্ডস, তুরস্ক, নরওয়ে, মন্টেনেগ্রো, লাটভিয়া, জিব্রাল্টার
গ্রুপ ‘এইচ’: ক্রোয়েশিয়া, স্লোভাকিয়া, রাশিয়া, স্লোভেনিয়া, সাইপ্রাস, মাল্টা
গ্রুপ ‘আই’: ইংল্যান্ড, পোল্যান্ড, হাঙ্গেরি, আলবেনিয়া, অ্যান্ডোরা, স্যান মেরিনো
গ্রুপ ‘জে’: জার্মানি, রোমানিয়া, আইসল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, আর্মেনিয়া ও লিখটেনস্টাইন
চস/আ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss