spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

স্ট্রাসবার্গকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি

ইনজুরি আক্রান্ত নেইমারকে ছাড়াই লিগ ওয়ানে বড় জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠে বুধবার রাতে তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্ট্রাসবার্গকে।

পুরো ম্যাচ দাপট দেখিয়ে খেললেও ৭৯ মিনিট পর্যন্ত এক গোলের বেশি পায়নি পিএসজি। তবে শেষদিকে চমক দেখিয়ে বড় জয় তুলে নিয়েছে। ১২ মিনিটের ব্যবধানে তুলে নিয়েছে ৩ গোল।

ঘরের মাঠে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে পিএসজি। যার ফল পেতে বেশি দেরি লাগেনি। ম্যাচের ১৮ মিনিটের মাথায়ই এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

কুলাঁ দেগবার ডি বক্সে বল বাড়িয়ে দিয়েছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়াকে। আর্জেন্টাইন তারকার শট গোলরক্ষক ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি, সেই সুযোগে কাছে দাঁড়িয়ে থাকা ফরাসি ডিফেন্ডার পেমবেলে জালে জড়িয়ে দেন বল।

প্রথমার্ধে আরও গোল পেতে পারতো পিএসজি। কিন্তু স্ট্রাসবার্গ ভালোভাবেই তাদের রক্ষণ সামলে রাখে। এর মধ্যে তাদের গোলরক্ষক বেশ কয়েকটি সেভ করেন।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যেতে থাকে পিএসজি। তবে গোলের দেখা পাচ্ছিল না। সেই হতাশা কাটাতেই যেন শেষদিকে এসে ভয়ংকর হয়ে উঠে ফরাসি চ্যাম্পিয়নরা। ১২ মিনিটের মধ্যে করে ৩ গোল।

৭৯ মিনিটে ডি মারিয়ার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ৮৮তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে দুর্দান্ত এক গোল পান ইদ্রিসা গেয়ি। আর যোগ করা সময়ের প্রথম মিনিটে ৪-০ জয় নিশ্চিত করেন মোইজে।

এতে ১৭ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে আগের মতো তিন নম্বরেই আছে আছে পিএসজি। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে স্ট্রাসবার্গ। অন্যদিকে নঁতের বিপক্ষে ৩-০ গোলের জয়ে লিওঁ ৩৬ পয়েন্ট নিয়ে উঠেছে শীর্ষে।

 

চস/এএম

Latest Posts

spot_imgspot_img

Don't Miss