spot_img

২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

তামিমের অর্ধশতক, একশ’ পেরুলো বাংলাদেশ

শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেল্লেতে স্বাগতিকদের বিরুদ্ধে প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী বাংলাদেশ। তবে শুরুতেই ফিরে যান ওপেনার সাইফ হাসান। দলীয় স্কোরবোর্ডে তখন মাত্র ৮ রান। বিশ্ব ফার্নান্দোর বলে এলবিডব্লু হয়ে ফিরেন সাইফ।

সাইফের বিদায়ের পর তামিমের সঙ্গী হন নাজমুল হোসেন শান্ত। এরপর টি-২০ মেজাজে খেলে স্কোরবোর্ডে দ্রুত রান তুলতে থাকেন তামিম। ১০ বাউন্ডারির সাহায্যে দ্রুত নিজের ২৯তম ফিফটি তুলে নেন এই ড্যাশিং ওপেনার।

ওদিকে দেখে-শুনে খেলেন শান্ত। তামিম-শান্ত জুটির দৃঢ়তায় শতরান পেরুয় বাংলাদেশের স্কোর। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ১০৫। তামিম ৬৫ রানে আর শান্ত ৩৭ রানে অপরাজিত আছেন।

পাল্লেকেলে টেস্টে বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ, ইবাদত হোসেন।

আরো পড়ুন: ফোর্বস-এর তালিকায় ৯ বাংলাদেশি তরুণ

শ্রীলঙ্কা দলে এই টেস্ট দিয়েই ফিরছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটায় অনুপস্থিত ছিলেন। লঙ্কান দলেও খেলছেন তিন পেসার। এ ছাড়াও স্পিনার হিসেবে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, দানাঞ্জায়া ডি সিলভা। অভিজ্ঞ দিনেশ চান্ডিমালের জায়গায় খেলছেন পাথুম নিসাঙ্কা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss