spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড এখন রাসেলের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনেই মারকাট ব্যাটিংয়ের অনন্য প্রদর্শনী করলেন আন্দ্রে রাসেল। সেইন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মাত্র ১৪ বলে পঞ্চাশ ছুঁয়ে সিপিএলের ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন বর্তমান সময়ের অন্যতম এই বিধ্বংসী ব্যাটসম্যান। পাশাপাশি ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় জ্যামাইকা। যা সিপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এদিন তিনটি চারের পাশাপাশি রাসেল হাঁকিয়েছেন ৬টি বিশাল ছক্কা। এটি সিপিএল ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড। ১৫ বলে ফিফটি করে এতদিন এই রেকর্ডটি দখলে রেখেছিলেন জেপি ডুমিনি।

রাসেলের আগে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন দলের অন্য ব্যাটসম্যানরাও। কেনার লুইস ২১ বলে ৪৮, ওয়ালটন ২৯ বলে ৪৭, হাইদার আলী ৩২ বলে ৪৫ ও অধিনায়ক রভম্যান পাওয়েল ২৬ বলে ৩৮ রান করেন। সেন্ট লুসিয়ার পক্ষে ওবেদ ম্যাকয় ৩টি ও রোস্টন চেজ ২টি উইকেট লাভ করেন।
২৫৬ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১৭ দশমিক ৩ ওভারে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায় সেন্ট লুসিয়া। ফলে ১২০ রানের বিশাল জয় পায় রাসেলরা। সেন্ট লুসিয়ার টিম ডেভিড ২৮ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন। এছাড়া পাকিস্তানের ওয়াহাব রিয়াজ ২৬ রান করেন। জ্যামাইকার পক্ষে মিগেল প্রিটোরিয়াস ৪টি উইকেট শিকার করেন। এছাড়া ইমরান খান নেন ৩টি উইকেট। বিধ্বংসী ব্যাটিংয়ের পর বল হাতেও এক উইকেট নেন রাসেল। ম্যাচসেরার পুরস্কারও তার হাতেই উঠেছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss