spot_img

১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিসিবির ভোটগ্রহণ চলছে

বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন আজ। বুধবার (৬ অক্টোবর)) বিসিবিতে সকাল ১০টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

আগামীকাল বৃহস্পতিবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

জানা যায়, বিসিবির পরিচালক পদ ২৩টি তবে প্রার্থী আছেন ৩০ জন। মঙ্গলবার রাতে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বিসিবির সদ্য সাবেক পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

টিটুর আগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন খালিদ হাসান। কিন্তু দুজনের কেউই নাম প্রত্যাহারের জন্য যে সময় দেওয়া হয়েছিল ওই সময়ের মধ্যে করেনি। তাই নিয়ম মেনেই নির্বাচন হবে ঢাকা বিভাগে। ব্যালট পেপারও তৈরি করা হয়েছে। তবে নাইমুর রহমান দুর্জয় আর নারায়ণগঞ্জের তানভির আহমেদ টিটুর বিজয় সুনিশ্চিত।

নির্বাচনের জন্য এবার ১৭১ জনের কাউন্সিল চূড়ান্ত করা হয়েছে। ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা) থেকে ১০ জন পরিচালক, ক্যাটাগরি-২ (ডিভিশন ঢাকা লিগ ক্লাব) থেকে ১২ জন পরিচালক এবং ক্যাটাগরি-৩ থেকে একজন পরিচালক নির্বাচন করবেন।

ক্যাটাগরি-১ থেকে মোট আটজন পরিচালক ইতোমধ্যে বিনা প্রতিন্দ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss