spot_img

৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার
১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এফএমসি স্পোর্টসকে হারিয়ে চট্টগ্রাম আবাহনীর উড়ন্ত সূচনা

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে এফএমসি স্পোর্টসকে বড় ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে চট্টগ্রাম আবাহনী।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের দ্বিতীয় খেলায় ফোর এইচ গ্রুপের পৃষ্ঠপোষকতায় সেরাজ ফোর এইচ স্পোর্টস একাডেমির নিজস্ব খেলোয়াড় নিয়ে গড়া দল চট্টগ্রাম আবাহনী ৬০ রানের ব্যবধানে হারায় এফএমসি স্পোর্টসকে।

সকালে টসে জিতে চট্টগ্রাম আবাহনীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাই এফএমসি স্পোর্টস। চট্টগ্রাম আবাহনীর হয়ে দলকে দারুণ সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান মহিউদ্দিন ও সাইদুল ইসলাম। এদুজন ১০ ওভারে ৩৯ রানের জুটি গড়েন। জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসাইন এর বলে মহিউদ্দিন-আউট হলে ভাঙে এই জুটি।

তিন নম্বরে খেলতে নেমে ইমরুল করিম ভালো করতে না পারলেও পাঁচ নম্বরে নেমে জাহিদ জাভেদ দলের হাল ধরেন। এ সময় তাকে যোগ্য সঙ্গ দেন চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক সাজ্জাদুল হক রিপন। অধিনায়ক রিপন মাত্র ৩০ বলে দুটি করে ৪ ও ৬ এর সৌজন্যে ৩০ রান করে আউট হয়ে গেলেও অপরপ্রান্তে অবিচল ছিলেন জাহিদ জাহিদ জাবেদ। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৬২ রান করেন। ৫১ বলের তার ইনিংসটি সাজানো ছিল ৭ চার এবং ১ ছয়ে। নির্ধারিত ৫০ ওভারে চট্টগ্রাম আবাহনী ৮ উইকেট হারিয়ে ২৩৫ রানের স্কোর গড়ে।

জবাব দিতে নেমে এফএমসি স্পোর্টস দলীয় ২৫ রানের মাথায় হারায় তাদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান সাদিককে। তার উইকেটটি তুলে নেন ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নেয়া জাতীয় তারকা মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা এফএমসি স্পোর্টস তাদের ইনিংসে চট্টগ্রাম আবাহনীর বোলারদের স্পিন বিষের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি। যদিও এক সময়ের ফিনিশার নামে খ্যাত নাসির ম্যাচটি ফিনিশ করার চেষ্টা করেছিলেন তবুও সেটি বন্দরে নোঙর ফেলার মতো ছিল না। তাতে করে মাত্র ১৬৬ রানেই গুটিয়ে যায় এফএমসি স্পোর্টস। নাসির দলীয় সর্বোচ্চ ৬৩ রান করেন ৮৪ বলে। যেখানে ছিল ৫টি চার এবং ২টি ছয়ের মার। চট্টগ্রাম আবাহনী পায় ৬০ রানের নান্দনিক জয়।

আবাহনীর হয়ে মোসাদ্দেকের ৩ উইকেটের পাশাপাশি শোয়েব, বাপ্পা ও আবু বক্কর নেন ২টি করে উইকেট।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss