spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাংলা টাইগার্সে শুধু ফরহাদ রেজা

টি-টেন ক্রিকেট লিগে খেলার সুযোগ পেয়ে ছিলেন বাংলাদেশের সাত ক্রিকেটার- ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিক, মেহেদী হাসান, আবু হায়দার রনি, ইয়াসির আলী, এনামুল হক ও আরাফাত সানি। কিন্তু ফরহাদ রেজা ছাড়া বাকি ছয়জন আবুধাবি ভিত্তিক এ ক্রিকেট টুর্নামেন্টে খেলতে পারছেন না।

ইমার্জিং এশিয়া কাপ ও জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জুনায়েদ, মেহেদী, রনি, ইয়াসির, এনামুল ও আরাফাতকে ছাড়পত্র দেয়নি।

বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার জন্য বোর্ডের ছাড়পত্র পেয়েছেন শুধু ফরহাদ রেজা। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এমনটাই জানিয়েছেন।

প্রথমবারের মতো এ টুর্নামেন্টে খেলতে যাওয়া চট্টগ্রাম ভিত্তিক দল বাংলা টাইগার্সের কোচ হিসেবে অবশ্য কাজ করবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ।

তবে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা, দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার, অস্ট্রেলিয়ার জেমস ফকনার, আফগানিস্তানের কায়েস আহমেদ ও সংযুক্ত আরব আমিরাতের চিরাগ সুরি।

সংযুক্ত আরব আমিরাতে ১৫ নভেম্বর মাঠে গড়াচ্ছে টি-টেন ক্রিকেট লিগ।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss