ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন ব্রায়ান লারা। ক্যারিবিয়ান কিংবদন্তি লারার হেড কোচ হওয়ার সংবাদটি জানিয়েছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিন ক্রিকইনফো।
ইএসপিন ক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে দ্বিতীয় মেয়াদে হেড কোচ হিসেবে হায়দরাবাদের সঙ্গে সম্পর্ক শেষ হতে যাচ্ছে টম মুডির। মুডি এবং হায়দরাবাদ ম্যানেজমেন্ট নিজেদের মধ্যে আলোচনা করেই এই সম্পর্কের ইতি টানতে যাচ্ছে।
আর তাতে হায়দরাবাদের হেড কোচের দায়িত্ব পেয়েছেন আইপিএলের গত আসরে দলটির স্ট্র্যাটেজিক এডভাইজর ও ব্যাটিং কোচের দায়িত্বে থাকা লারা। ক্রিকইনফো তাদের প্রতিবেদন প্রকাশের একটু পর এক বিবৃতি দিয়ে এমনটা নিশ্চিত করেছে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিও।
আরও পড়ুন:- প্রোটিয়া লিগের নিলামে বাংলাদেশের খালেদ
এর আগে ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রথম মেয়াদে হায়দরাবাদের হেড কোচের দায়িত্বে ছিলেন মুডি। ২০১৬ সালের আইপিএলে ডেভিড ওয়ার্নারকে সঙ্গে নিয়ে দলকে শিরোপা জেতান তিনি।
তারপর ২০২১ সালে হায়দরাবাদের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মুডি। স্বদেশি ট্রেভর বেলিস ছিলেন তখনকার হেড কোচ। সেই মৌসুমে হায়দরাবাদের পারফরম্যান্স বাজে হওয়ায় বেলিস চাকরি ছেড়ে দেন। তারপর দ্বিতীয় মেয়াদে দলটির হেড কোচ হন মুডি।
জানা গেছে, হায়দরাবাদের চাকরি ছেড়ে আরব আমিরাত লিগের ডেজার্ট ভাইপার্স নামক দলের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে যোগ দিচ্ছেন মুডি।
চস/আজহার