spot_img

৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিশ্বকাপের মূল আসরে যেতে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে এ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ কাল খেলবে বি গ্রুপ রানার আপ থাইল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে ‘বি’ গ্রুপ সেরা জিম্বাবুয়ে খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।

বুধবার (২১ সেপ্টেম্বর) আবু ধাবিতে শেষ হয় গ্রুপ পর্বের লড়াই। ‘এ’ গ্রুপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে বাংলাদেশ। স্কটল্যান্ডকে হারিয়ে সেরা চারে তাদের সঙ্গী হয় আয়ারল্যান্ড। ‘বি’ গ্রুপে শেষ বলে বাউন্ডারি হজম করে আমিরাতের কাছে ৪ উইকেটে হেরে যায় জিম্বাবুয়ে। একই সময়ে হওয়া অন্য ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ১২ রানে হারায় থাইল্যান্ড।

জিম্বাবুয়ে ও থাইল্যান্ডের  সমান ৪ পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে থাকায় গ্রুপের দ্বিতীয় হয়ে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) প্রথম ম্যাচে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল বাংলাদেশের বিপক্ষে খেলবে থাইল্যান্ড। পরের ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ফাইনালে যাওয়া দুই দলই খেলবে মূল আসরে।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss