অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ও ভারত ম্যাচের টস সম্পন্ন হয়েছে। টসে জিতে ফিল্ডিং নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
নকআউটের গেরো কাটাতে চায় ভারত। ৮ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ফাইনালে ওঠার লক্ষ্যে তারা মুখোমুখি হচ্ছে ২০১০ সালের ট্রফি জয়ী ইংল্যান্ডের।
বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।
উল্লেখ্য, আজকের ম্যাচের বিজয়ী দল ১৩ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ফাইনালে লড়বে। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান।
চস/স


