বিশ্বকাপের অনেক আগে থেকেই এবারে আমার কাছে সবচেয়ে শক্ত দল আর্জেন্টিনা। উপর থেকে নীচে অর্থাৎ এটাক টু ডিফেন্স সব পজিশনেই তারা পরিপূর্ণ।
আধুনিক ফুটবল টিম গেম। সেই টিম গেমে সুপার স্টারে পরিপূর্ণ দল লাগেনা। লাগে খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া। ১০টা সুপার স্টার নিয়ে লাস্ট কবে কোনো দল বিশ্বকাপ জিতেছিল বলতে পারেন?
২০১০ বিশ্বকাপে স্পেন টিম গেম খেলেছিল। সারা বছর ফুটবল ফলো করা মানুষজন তাদের সম্ভাবনা দেখলেও ৪ বছরান্তে খেলা দেখা মানুষ তাদের পাত্তা দেয়নি।
২০১৮ তে ফ্রান্সও এমনই দল ছিল। ২০২২ এ সৌদির কাছে হার টা আর্জেন্টিনার জন্য ব্লেসিং ইন ডিজগাইজ হতে পারে বলে আগেই বলেছিলাম। কাল মাঠে যেনো তাই দেখা গেলো।
স্কালোনির হাতে এখন অনেক অস্ত্র। কাল যেমন লিসান্দ্রোকে বসিয়ে রমেরোকে নামিয়েছেন। ফিজিক্যালি স্ট্রং লেওয়ানডস্কি পাত্তাই পাননি রমেরোর কাছে।
এনজো আর আলভারেজ জুটি রিভারপ্লেটে একসাথে খেলেছেন। তাদের বোঝাপড়া কেমন দ্বিতীয় গোলেই দেখা গেছে।
ম্যাক অ্যালিস্টার ইংলিশ ক্লাব ব্রাইটনের হয়ে দূর্দান্ত খেলছেন এ সিজনে। তাকে বিশ্বকাপ দলে দেখে খুব ভালো লাগছিল।
স্কালোনি যেভাবে ডিফেন্ডারদের রোট্যাট করে খেলাচ্ছেন এটাও বিরাট বিষয়। এভাবে ম্যাচ বাই ম্যাচ ডিফেন্ডার রোট্যাট করার সাহস কিংবা সুযোগ আর কোনো দলের কিন্তু নেই।
গত বিশ্বকাপে ফাইনাল খেলা ক্রোয়েশিয়া যেভাবে ম্যাচ বাই ম্যাচ খেলে ফাইনালে গেছে, আমার ধারণা স্কালোনি ঠিক তাই করছেন। তার ভাবনায় আপাতত অস্ট্রেলিয়া। সেখানে জয় আসলে নেদারল্যান্ড কিংবা যুক্তরাষ্ট্র।
অস্ট্রেলিয়ার সাথে স্বাভাবিকভাবে স্কালোনি আবার টিম চেঞ্জ করতে পারেন। ইএ স্পোর্টসের ভবিষ্যৎবানীকে সত্যি করতে ডি পল-মেসি-মারিয়াদের বিকল্প না থাকলেও বাকী সব পজিশনে ইফেক্টিভ প্লেয়ার নিয়ে আসা আর্জেন্টিনা এখনও শিরোপার সবচেয়ে বড় দাবীদার।
চস/স