spot_img

১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিপিএলে নিজেদের প্রথম জয় তুলে নিল বরিশাল

রংপুর রাইডার্সের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হলো না ফরচুন বরিশালের। দ্রুতই ফিরে গেলেন দুই ওপেনার চতুরঙ্গ ডি সিলভা ও এনামুল হক বিজয়। তবে তৃতীয় উইকেটে মেহেদী হাসান মিরাজ ও ইব্রাহিম জাদরান দারুণ এক জুটি উপহার দিলেন। যে জুটি দলকে এনে দিল জয়ের ভিত। বিপিএলের চলতি আসরে প্রথম জয়ের দেখা পেল বরিশাল।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় তুলে নেয় বরিশাল। ১৫৯ রানের লক্ষ্য ৪ বল হাতে থাকতে ছুঁয়ে ফেলে দলটি।

ইব্রাহিম ৪১ বলে ৫২ রান করেছেন ৫ চার ও ২ ছক্কায়। মিরাজ ২৯ বলে ৪৩ রান করেন ৫ চারে। তৃতীয় উইকেটে তারা দুজন ৫৮ বলে ৮৪ রান যোগ করেন।

১৩তম ওভারে মিরাজকে ফেরান রকিবুল। ১৬তম ওভারে ইব্রাহিম ফেরেন সিকান্দার রাজার শিকার হয়ে। পরে ইফতিখার আহমেদ ১৮ বলে ২৫ ও করিম জানাত ১৪ বলে ২১ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেন। রংপুরের পক্ষে সিকান্দার রাজা সর্বাধিক ২ উইকেট নেন।

বরিশালের ইনিংস শুরুর আগে ঘটে বিতর্কিত ঘটনা। মাঠে ঢুকে পড়ে প্রায় পাঁচ মিনিটের জন্য খেলা বন্ধ রেখেছিলেন বরিশাল অধিনায়ক সাকিব। ধারণা করা হচ্ছে ঘটনার সূত্রপাত দুই ওপেনারের স্ট্রাইক নেওয়া নিয়ে।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা রংপুরের পক্ষে রনি তালুকদার ঝড় তুলেছিলেন। পরে শোয়েব মালিক অপরাজিত ফিফটিতে দলকে এনে দেন দেড়শ ছাড়ানো পুঁজি।

শোয়েব মালিক ৩৬ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেছেন। ৫টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ২ ছক্কা। রনি তালুকদার ২৮ বলে ৫ চার ও ১ ছক্কায় খেলেন ৪০ রানের ইনিংস। সুবাদে ৭ উইকেটে ১৫৮ রান করতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে আসর শুরু করা রংপুর।

বরিশালের পক্ষে চতুরঙ্গ ডি সিলভা ও মেহেদী হাসান মিরাজ সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন। ১ টি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, ইবাদত হোসেন ও করিম জানাত।

ব্যাটে বলে আলো ছড়িয়ে ম্যাচ সেরা হয়েছে মেহেদী হাসান মিরাজ।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss