জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব১৭) জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চাম্বল ইউনিয়ন একাদশ বনাম কালীপুর ইউনিয়ন একাদশের মধ্যেকার ফাইনাল খেলা শুক্রবার সকাল ১০ ঘটিকায় চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পরিচালিত উপজেলা পর্যায়ের এই ফাইনাল খেলায় চাম্বল ইউনিয়ন একাদশ ১- ০ গোলে কালীপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল। উল্লেখ্য বাঁশখালীর ১৪ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা মিলে ১৫টি দল নিয়ে এ টুর্নামেন্ট গত ১০ জুন শুরু হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নুরুল গনি সহকারি ছিলেন মোহাম্মদ জাহেদ এবং মিজান। খেলার শুরু ১০ মিনিটের মাথায় কালীপুরের গোল রক্ষকের ভুলে ফাঁকায় বল পেয়ে যায় চাম্বলের সাজ্জাদ। মুহুর্তেই সে কালীপুরের জালে বল পাঠাতে ভুল করেনি। পরবর্তীতে উভয় দল মরিয়া হয়ে খেললেও গোলের দেখা পাননি। সাজ্জাদের দেয়া গোলেই চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়েন চাম্বল ইউনিয়ন পরিষদ একাদশ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন চাম্বল ইউনিয়ন একাদশের অধিনায়ক মো. জামাল ভুঁইয়া, ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় কালীপুর ইউনিয়নের অধিনায়ক হাসান তালুকদার, সেরা গোলদাতা নির্বাচিত হন চাম্বলের মোহাম্মদ রিয়াজ, সেরা গোল রক্ষক নির্বাচিত হন চাম্বলের মো. সাজ্জাদ । ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন চট্টগ্রাম ১৬ (বাঁশখালী) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম, বাঁশখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা কাজমী, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল গফুর, কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শাহাদাত আলম, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল হুদা, বাঁশখালী উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আজগর হোছাইন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ও স্থানীয় রাজনৈতিক, ক্রীড়া নেতৃবৃন্দ, কোচ ও খেলোয়াড়বৃন্দ। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ, মেডেল, চ্যাম্পিয়ন, রানার্সআপ ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে পাশাপাশি সুস্থ ও সুখী জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলায় হারজিত আছে কিন্তু বড় কথা হল খেলাটা উপভোগ করতে পারা। মাঠের কানায় কানায় পরিপূর্ণ দর্শক প্রমাণ করে আমাদের বাঁশখালীর মানুষ খেলাধুলাকে কতটা পছন্দ করে। খেলাধুলার উন্নয়নে সরকারের সকল বরাদ্দ ও প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন ধাপে ধাপে করা হবে।
চস/আজহার