জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি করেছেন টাইগার ওপেনার লিটন দাস। এটি তার ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় শতক।
রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে লিটনের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহের পথে এগুচ্ছে বাংলাদেশ।
ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে খেলা হয়নি লিটনের। এদিন দলীয় ৩৪তম ওভারে ডোনাল্ড ট্রিপানোর প্রথম বলে চার হাঁকিয়ে সেঞ্চুরির দেখা পান তিনি। ৯৫ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন। তবে ১০৫ বলে ১২৬ রান আহত হয়ে ম্যাঠ ত্যাগ করেন এই মারকুটে ওপেনার।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৭৫ রান করেছে বাংলাদেশ।
চস/সোহাগ