spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাংলাদেশ গেমস উদ্বোধন করবেন শেখ হাসিনা

আগামী ১ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে নবম বাংলাদেশ গেমস। ১ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দেশের সবচেয়ে বড় এ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল (৩ মার্চ) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে নবম বাংলাদেশ গেমসের সাংগঠনিক কমিটির প্রথম সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভা শেষে গেমসের সাংগঠনিক কমিটির কো-চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘বাংলাদেশ গেমস দেশের সর্ববৃহৎ ক্রীড়া আসর। তাই মুজিববর্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এবার বাংলাদেশ গেমসকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করছি।’

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে। এবার ৩১ ডিসিপ্লিনে প্রায় ১২ হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন। দেশের ২০টি ভেন্যুতে হবে গেমসের খেলা।

সভায় যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, তথ্য সচিব কামরুন নাহার, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজাসহ বিভিন্ন উপকমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন। আগামী ১০ মার্চ সাংগঠনিক কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss