spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আর্জেন্টিনাকে ৭ গোলে উড়িয়ে দিল মরক্কো

ব্রাজিলকে সেভেন আপের লজ্জায় ডুবিয়েচিল জার্মানি। এবার সেই সেভেন আপের ঘটনা আবার ফিরে এলো মরক্কোর সালে স্টেডিয়ামে। যেখানে ফুটসালের প্রতিপক্ষ আর্জেন্টিনা ও স্বাগতিক মরক্কো।
ফুটসাল প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে গোল বন্যায় ভাসিয়েছে মরক্কো। আটলাস লায়নদের বিপক্ষে ৭-০ গোলের বড় ব্যবধানে হেরেছে আলবিসেলেস্তেরা।

গত বৃস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মরক্কোর মাঠে সফরকারী আর্জেন্টিনা কোনো পাত্তাই পায়নি। শুরু থেকে স্বাগতিকরা তাদের জাল কাঁপিয়েছে, যা ম্যাচের শেষ পর্যন্তই অব্যাহত রাখে।

শুরুতে স্বাগতিক মরক্কোকে লিড এনে দেন ওটমানে বুমেজু। এরপর ব্যবধান বাড়ান আনাস এল আইয়ানে। দলের হয়ে তৃতীয় গোলটি করেন ইসমাইল আমজাল। চতুর্থ ও পঞ্চম গোলটি করেন সুফিয়ান এল মেসরার এবং ইদ্রিস রাইস এল ফেন্নি।

মরক্কোর ষষ্ঠ গোলটি আসে সোফিয়ান চাররাউইয়ের কাছ থেকে। আলবিসেলেস্তেদের কফিনে শেষ পেরেকটি ঠুকেন গোলরক্ষক আবদেলক্রিম আনবিয়া। দুদল দ্বিতীয় প্রীতি ম্যাচে আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) মুখোমুখি হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss