spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা

বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা পুরস্কার জেতা নাহিদা আক্তার এবার পেলেন আরেকটি বড় স্বীকৃতি। বছরজুড়ে চমৎকার পারফরম্যান্সে নারীদের আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিলেন বাঁহাতি এই স্পিনার।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ২০২৩ সালের সেরা পুরুষ ও নারী ওয়ানডে দল ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মেয়েদের দলে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটারই অস্ট্রেলিয়ার, দুই জন নিউজিল্যান্ডের। আর একজন করে রাখা হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে।

পুরো বছরে নাহিদা ২০ উইকেট নিয়েছেন। মেয়েদের ক্রিকেটে গত বছর যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে ৭ উইকেট নিয়েছিলেন। বিশেষ করে টাই হওয়া দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে স্নায়ুর চাপ সামলেছিলেন তিনি। ৫ বলে দুই উইকেট নিয়ে পাকিস্তানের সুপার ওভারের সমাপ্তি ঘটিয়েছিলেন। দিয়েছেন মাত্র ৭ রান। তার পর তো বাংলাদেশ ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে। মিরপুরে তৃতীয় ওয়ানডেতে তিন উইকেট শিকার করে সিরিজ জয়েও অবদান রাখেন তিনি। তাছাড়া ভারতের বিপক্ষে ঘরের মাঠেও ছিল দারুণ পারফরম্যান্স। ১৫ গড়ে নিয়েছেন ৬ উইকেট।

দলটিতে অবশ্য অস্ট্রেলিয়ারই আধিপত্য। জায়গা পেয়েছেন পাঁচজন। দলটির অধিনায়ক করা হয়েছে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুকে।

আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে দল: ফোবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া), চামারি আতাপাত্তু (অধিনায়ক, শ্রীলঙ্কা), এলিস পেরি (অস্ট্রেলিয়া), এমেলিয়া কার (নিউজিল্যান্ড), বেথ মুনি (উইকেটরক্ষক, অস্ট্রেলিয়া), ন্যাট শিবার ব্রান্ট (ইংল্যান্ড), অ্যাশ গার্ডেনার (অস্ট্রেলিয়া), আনাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), নাদিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা), লি তাহুহু (নিউজিল্যান্ড) ও নাহিদা আক্তার (বাংলাদেশ)।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss