spot_img

৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

দ্য হান্ড্রেডের একটি দলেও স্থান হল না সাকিব, তামিমদের

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের খেলার আগ্রহ দেখিয়ে ড্রাফটে নাম দিয়েছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবালসহ ১৬ বাংলাদেশি ক্রিকেটার। তবে ড্রাফট থেকে কোনো ফ্রাঞ্চাইজি তাদের নিয়ে আগ্রহ দেখায়নি।

১৬ বাংলাদেশির মধ্যে তামিম, সাকিব ছাড়াও ছিলেন লিটন দাস, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, জাকের আলী, তানজিদ তামিম, আফিফ হোসেন, শামীম হোসেন, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার।

এছাড়া একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে নাম দিয়েছিলেন জাহানারা আলম। তিনিও পাননি দল।

ড্রাফটে ৭৫ হাজার পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন সাকিব। আগে তিনবার ড্রাফটে নাম দিয়েছিলেন বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার, তবে দল পাননি কোনোবারই। তামিম ও লিটনের ভিত্তি মূল্য ছিল ৬০ হাজার পাউন্ড, এ ছাড়া তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের ৫০ হাজার পাউন্ড। বাকিরা রয়েছেন নো রিজার্ভ প্রাইস ক্যাটাগরিতে।

২ দেশের ৮৯০ জন ক্রিকেটার এই টুর্নামেন্টের ড্রাফটে নিজেদের নাম জমা দিয়েছিলেন। যদিও মাত্র ৭৫টি জায়গা খালি ছিল। বাংলাদেশি ক্রিকেটাররা ছাড়াও দ্য হান্ড্রেড ড্রাফটে দল পাননি বিশ্বের অনেক তারকা ক্রিকেটার। এ তালিকায় আছেন ইংল্যান্ডের জেসন রয়, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এমনকী পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো ক্রিকেটাররাও।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss