spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চলে গেলেন ক্রীড়া সাংবাদিক অঘোর মণ্ডল

চলে গেলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অঘোর মণ্ডল। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলেন ৫৮ বছর।

বেশ কিছু দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন অঘোর মণ্ডল। মাঝে আবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ১৩ সেপ্টেম্বর তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েকে রেখে গেছেন তিনি।

দীর্ঘ ৩৫ বছরের সাংবাদিকতা জীবন অঘোর মণ্ডলের। নব্বইয়ের দশকে ভোরের কাগজ থেকে তাঁর সাংবাদিকতার শুরু। একবিংশ শতাব্দীর শুরুর দিকে সম্প্রচার মাধ্যমে যোগ দেন তিনি। দীর্ঘদিন কাজ করেছেন চ্যানেল আই ও দীপ্ত টিভিতে।

সবশেষ এটিএন নিউজে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন অঘোর মণ্ডল। কাজের সুবাদে বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন।

এছাড়া, চট্টগ্রাম থেকে প্রকাশিত খেলার কাগজ ম্যাগাজিনে নিয়মিত লিখতেন তিনি। বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লিখার পাশাপাশি বেশ কিছু বইও লিখেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ‘এক্সট্রা টাইম’ ও ‘এক্সট্রা কাভার’।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss