spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৮ জুন মাঠে গড়াচ্ছে লা লিগা

মহামারি করোনাভাইরাসের কারণে বন্ধ বিশ্ব ক্রীড়াঙ্গন। এরমধ্যেই মাঠে ফুটবল ফেরাতে চেষ্টা করছে ইউরোপের শীর্ষ লিগ গুলো। অনুশীলনে ফিরেছে রিয়াল-বার্সাসহ লা লিগার সকল দলের ফুটবলাররা। স্থগিত হওয়া মৌসুম শুরু হওয়ার কতাহ চলছি। তবে ঠিক কবে মাঠে গড়াবে জনপ্রিয় এ লিগ তা বলতে পারছিলো না স্বয়ং লা লিগা কর্তৃপক্ষও।

তবে এবার স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দিলেন আগামি ৮ জুন মাঠে গড়াবে লা লিগা।

মহামারি এই ভাইরাস মোকাবিলার জন্য সকল খেলা বন্ধ ঘোষণা করেছিল স্প্যানিশ সরকার। এরআগে লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস জুনের ১২ তারিখ লা লিগা শুরুর কথা বলেছিলেন।

আরো পড়ুন: ইউএস ওপেন মাঠে গড়াবে দর্শক ছাড়াই!

তবে ৮ জুন মাঠে লা লিগা ফিরলেও স্টেডিয়ামে থাকতে পারবে না কোনো দর্শকই।

স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, আমি জানি স্পেনের যা করা উচিৎ ছিল স্পেনের মানুষ তা করেছে। আর এখন সময় এসেছে নতুন করে সবকিছু শুরু করার। সময় এসেছে দৈনন্দিন কাজে সকলের ফিরে যাওয়ার। আগামি ৮ জুন থেকে লা লিগা শুরু হবে’।

এর আগে মে মাসের ১৬ তারিখে জার্মান বুন্দেসলিগা শুরু হয়েছে।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss