spot_img

১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ক্রিকেটের সব ম্যাচই পাতানো?

পুরো বিশ্বকেই কাঁপিয়ে দিয়েছিল ২০০০ সালের ম্যাচ ফিক্সিং কাণ্ড। আলোচিত এই ঘটনার প্রধানতম অভিযুক্ত বাজিকর সঞ্জীব চাওলা। যে ঘটনায় জড়িয়ে আছে হানসি ক্রনিয়ের মতো কিংবদন্তিতুল্য ক্রিকেটারের নামটিও! এবার সেই চাওলাই বোমা ফাঁটালেন নতুন এক তথ্যে। দিল্লি পুলিশের কাছে দাবি করেছেন, কোনও ক্রিকেট ম্যাচই সুষ্ঠুভাবে খেলা হয় না। সবগুলোই নাকি পাতানো!

ইন্ডিয়ান এক্সপ্রেসে এক প্রকাশিত খবরে এমনটি-ই দাবি করা হয়েছে। সেখানে চাওলা বলেছেন, ‘একটি বড় সিন্ডিকেট-অপরাধ জগতের মাফিয়ারা এর সঙ্গে যুক্ত। এরাই সব ক্রিকেট ম্যাচে প্রভাব বিস্তার করেন।’চাওলা এদের তুলনা করেছেন চলচ্চিত্রের পরিচালকদের সঙ্গে, ‘এসব কিছুকে মনে হবে চলচ্চিত্রের মতো। যা কারো দ্বারা পরিচালিত হয়ে আসছে।’

চাওলা ম্যাচ পাতানোর দায় স্বীকার করলেও বেশি কিছু বলতে রাজি নন। তিনি মনে করেন, যারা এর সঙ্গে যুক্ত তারা খুবই ভয়ানক, বেশি কিছু বললে তাদের হাতে মারাও যেতে পারেন তিনি, ‘এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। কারণ যে সিন্ডিকেট ও অপরাধ চক্র এর সঙ্গে যুক্ত তারা খুবই ভয়ানক।’

এ ব্যাপারে দিল্লি পুলিশের স্পেশাল সিপি প্রবীর রঞ্জন বলেছেন, ‘যেহেতু বিষয়টি এখনও তদন্তের আওতায় রয়েছে। তাই এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।’

সূত্র: বাংলা ট্রিবিউন

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss