spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শামিকে ‘নির্লজ্জ বখাটে’ বললেন হাসিন

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে সুযোগ পেয়েই জ্বলে উঠেছেন ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ শামি। চেতন শর্মার পর বিশ্বকাপে হ্যাটট্রিক করে গড়েছেন নতুন রেকর্ডও। আর এমন সময় আবারও পুরনো বিতর্ক জেগে উঠেছে, আলোচনায় তার স্ত্রী হাসিন জাহান। হাসিনের চোখে শামি এখনও ‘খলনায়ক’ই রয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে ম্যানচেস্টারের মাঠে শামি যখন প্রস্তুতিতে ব্যস্ত, তখন নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে শামিকে ফের আক্রমণ করে বসলেন হাসিন জাহান। আক্রমণের বিষয় শামির টিকটক প্রোফাইলে অন্য মহিলাদের উপস্থিতি। বুধবার করা সেই পোস্টে শামিকে ‘নির্লজ্জ-বখাটে’ বলে সরাসরি আক্রমণ করেছেন তিনি।

পোস্টের পাশাপাশি শামি যাদের টিকটকে ফলো করেন তাদের তালিকার স্ক্রিনশটও দিয়েছেন হাসিন।শামিকে আক্রমণ করে সেই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বখাটে শামি টিকটকে অ্যকাউন্ট খুলেছে। সে ৯৭ জনকে ফলো করে, তাদের মধ্যে ৯০ জনই মহিলা।’ এর পরই শামিকে, ‘নির্লজ্জ বখাটে’ বলে আক্রমণ করে তিনি বলেছেন, ‘এক বাচ্চার বাবার কোন লজ্জা নেই। ছিঃ ছিঃ।’

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss