ঐতিহ্যবাহী মেরিলিবন ক্রিকেট ক্লাবে (এমসিসি) ২৩৩ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন ক্ল্যার কনর। ইংল্যান্ড নারী দলের সাবেক এই অধিনায়ক ২০২১ সালের ১ অক্টোবর মর্যাদাপূর্ণ এই পদে আসীন হবেন।
৪৩ বছর বয়সী কনর বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের নারী ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন। আর এমসিসির বর্তমান প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারার স্থলাভিষিক্ত হবেন কনর। যদিও শ্রীলঙ্কান গ্রেটকে দ্বিতীয় মেয়াদে থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল।
আরো পড়ুন: দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে করোনা শনাক্ত ৭ জনের
কনর এমন সুখবর পাওয়ার পর বলেন, ‘এমসিসির পরবর্তী প্রেসিডেন্ট হতে পারায় নিজেকে সম্মানিত বোধ করছি।’
চস/স


