spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

স্টিভ রোডসের বিদায়

জাতীয় দলের কোচ স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস এই তথ্য জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন, আসন্ন শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না স্টিভ রোডস। আগামী বোর্ড মিটিংয়ে নির্ধারণ করা হবে পরবর্তী কোচ। শ্রীলঙ্কা সফরে ভারপ্রাপ্ত কোচ নিয়ে যাবে বাংলাদেশ। সেই নামটি অবশ্য গতকাল রাত ১০ টায় এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত জানা যায়নি। বলা হয়েছে পরবর্তী বোর্ড সভায় ভারপ্রাপ্ত কোচের নাম প্রকাশ করা হবে।
‘আমাকে আর ছয় মাস রাখলে আমি বাংলাটা আরও ভালোভাবে শিখে ফেলতাম’। আফগানিস্তান ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলন শেষে রসিকতা করে বলেছিলেন বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস। কোচের কথা ধরেই শুরু হয়েছিল গুঞ্জন, বিশ্বকাপের পরে আর বাংলাদেশ দলের সঙ্গে থাকা হচ্ছে না রোডসের। বাংলাদেশ বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফেরার এক দিনের মধ্যেই সেই গুঞ্জনটিই সত্যি হলো। রোডসকে বিদায় করে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তাঁর চুক্তি ছিল আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু তার আগেই বিদায় প্রক্রিয়া শেষ করা হয়েছে দুই পক্ষের সমঝোতায়।
গত বছর ৭ জুন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছিলেন, স্টিভ রোডস হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ। রোডস দায়িত্ব নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজটা দুঃস্বপ্নের শুরু দিয়ে হলেও পরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজ ড্র করলেও ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ, পরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে টেস্ট ও ওয়ানডেতে। তবে নিউজিল্যান্ড সিরিজটা বড় বিপর্যয়ের মধ্যে দিয়ে গেছে বাংলাদেশের। ওয়ানডেতে ধবলধোলাইয়ের পর দুই টেস্টেও হেরেছিল। এরপর ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পর সেই টেস্ট পরিত্যক্ত হয়ে দেশে ফিরেছিল দল। আয়ারল্যান্ডে অবশ্য প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ট্রফি জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপে অবশ্য শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত অষ্টম হয়ে শেষ করেছে বাংলাদেশ। রোডসের কোচিংয়ে বিসিবি সন্তুষ্ট নয়, এমন কিছু জানা গেছে একাধিক সূত্রে। সিনিয়রদের মধ্যে বেশ কয়েকজনের রোডসের ব্যাপারে নেতিবাচক ধারণা আছে বলে জানা গেছে। এরমধ্যে বাংলাদেশ দলের সঙ্গেই দেশে ফিরেছেন রোডস। বিসিবির সঙ্গে বসেছিলেন গতকাল। এরপরেই রোডসের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। পারস্পরিক চুক্তির মাধ্যমে সম্পর্কের ইতি টানা হয়েছে উল্লেখ করে সুজন বলেন, ‘স্টিভ রোডসের সঙ্গে আমরা একটা পারস্পরিক বোঝাপড়ায় এসেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি একসঙ্গে কাজ না করার। বিশ্বকাপের পর প্রতিটি বোর্ডই ক্রিকেটার ও কোচদের পারফরমেন্স পুনর্বিবেচনা করে থাকে। সেদিক থেকে আমরা বসেছিলাম। এগুলো আসলে একতরফা হয় না। দুই পক্ষের সিদ্ধান্ত নিয়েই হয়। কোচ থাকতে পারবে কি পারবে না এটা কোচের ইচ্ছার যেমন দরকার হয়, আমাদেরও সিদ্ধান্তের দরকার হয়। সেদিক থেকে দুই পক্ষই রাজি হয়েছি। বোর্ড এবং স্টিভ রোডস সমঝোতায় এসেছে আর একসঙ্গে কাজ না করার ব্যাপারে’। আর অন্যদিকে ঝুলে আছে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের ভবিষ্যৎ। বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গেই চুক্তি শেষ হয়ে গেছে ওয়ালশের। তাঁর সঙ্গে চুক্তি বাড়ানো হবে কি না তা পরবর্তী বোর্ড সভায় চূড়ান্ত হবে। তবে ওয়ালশের চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা তেমন নেই। এরমধ্যে এ মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলতে যাবে শ্রীলঙ্কায়। ওই সফরে ভারপ্রাপ্ত কোচের অধীনে খেলবে বাংলাদেশ। সর্বশেষ শ্রীলঙ্কা সফরেও বাংলাদেশ ভারপ্রাপ্ত কোচ নিয়ে গিয়েছিল।

 

 

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss