spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিতর্কের মুখে মেসি-সুয়ারেস

করোনাভাইরাসের দাপট সারা বিশ্বে অব্যাহত রয়েছে। কিন্তু এর মধ্যেই ঝুঁকি নিয়ে স্পেনের দ্বীপ ইবিজাতে সপরিবারে ছুটি কাটাতে গিয়ে বিতর্কে জড়ালেন বার্সেলোনার দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও লুইস সুয়ারেস৷

মেসির স্পেন ছেড়ে ইতালির ক্লাবে যাওয়ার খরবের মাঝেই বার্সা তারকার বেড়াতে যাওয়ার খবর এখন শিরোনামে উঠেছে৷ কাতালোনিয়া সরকারের পরামর্শ উপেক্ষা করে বেড়াতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন বার্সার এই ফুটবলার৷

করোনার প্রকোপ স্পেনে কিছুটা কমলেও কাতালোনিয়ায় বেশ কিছু অঞ্চলে ফের বাড়ছে। এ অবস্থায় মারণ এই ভাইরাসের সংক্রমণ রুখতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না-বেরোনোর পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ৷ কিন্তু বার্সেলোনার দুই তারকা ফুটবলার তা অমান্য করেই ইবিজায় সপরিবারে ছুটি কাটাতে গিয়েছেন।

মেসি শুধু যে ভ্রমণে গিয়েছেন তাই নয়, ইবিজা শহরে বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জোর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের নানা ছবিও প্রকাশ্যে এসেছে।

৩৩ বছর বয়সি মেসি বার্সা সতীর্থ লুইস সুয়ারেস ও তাঁর পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন৷ বন্ধুদের সঙ্গে একটি ইয়টে ছুটি কাটানোর কিছু ছবি সোশাল মিডিয়া আপলোডও করেছেন মেসি৷

ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘উষ্ণ অভ্যর্থনার জন্য @ হোটেলসভিভে আমাদের বন্ধুদের ধন্যবাদ। আমাদের একটা দারুন দিন ছিল!’

ছবিতে দেখা গিয়েছে, কখনও জেট স্কি নিয়ে সমুদ্রের জলে আলোড়ন তুলছেন এই দুই তারকা ফুটবলার। কখনও আবার প্রমোদতরীর ডেকে বসে রোদ পোহাচ্ছেন দু’জনে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss