spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আবারও দ্রাবিড়-শেবাগ-জহিরদের খেলা দেখা যাবে মাঠে!

ক্রিকেটপ্রেমীরা আবারও একসঙ্গে দেখতে পাবেন দ্রাবিড়, শেবাগ, জহিরদের খেলা । সুরেশ রায়না, গৌতম গম্ভীর, যুবরাজ সিং, বীরেন্দ্র শেবাগের মতো তারকাদের জন্য ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করেনি বিসিসিআই। তবে এবার ধোনির জন্য ফেয়ারওয়েল ম্যাচ আয়োজনের কথা ভাবছে ভারতীয় বোর্ড।

আর তাই পাঠান প্রস্তাব দিয়েছেন, বিরাট কোহলির দলের সঙ্গে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে গড়া দলের ম্যাচ আয়োজনের। তবে বিসিসিআই এখনও এই নিয়ে কিছু জানায়নি। ধোনির জন্য বিসিসিআই ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করতে পারে।

তবে আপাতত আইপিএলের জন্য সেটা সম্ভব হবে না। তবে আইপিএল শেষ হলে সেই ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করা হতে পারে। সেক্ষেত্রে পাঠানের এই প্রস্তাব নিয়ে ভাবতে পারে বোর্ড। তবে পুরো ব্যাপারটাই এখনও আলোচনার স্তরে রয়েছে।

ইরফান পাঠান অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে গড়া দল নিজেই তৈরি করে দিয়েছেন। চলতি বছরেই জানুয়ারি মাসে পাঠান অবসর ঘোষণা করেছিলেন. দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে তিনি। আইপিএল খেলেন না। তবে জমিয়ে ধারাভাষ্য দিচ্ছেন এখন।

পাঠানের এই ম্যাচের প্রস্তাব দেওয়ার পরই ক্রিকেটভক্তরা সায় দিতে শুরু করেছেন। পাঠান জানিয়েছেন, ধোনির মতো ভারতীয় দলের আরো অনেক তারকার ফেয়ারওয়েল ম্যাচ প্রাপ্য। কিন্তু তাদের জন্য বিসিসিআই সেই ম্যাচ আয়োজন করতে পারেনি। তাই এই ম্যাচ আয়োজন হলে ভালোই হবে।

এক ম্যাচেই সবার জন্য ফেয়ারওয়েল আয়োজন করা হয়ে যাবে। সেই ম্যাচে অবসরপ্রাপ্তদের দলের হয়ে গৌতম গম্ভীর ও বীরেন্দ্র শেবাগকে ওপেনিং জুটি হিসাবে রাখার প্রস্তাব দিয়েছেন পাঠান।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss