spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এবার অভিযোগ আইপিএলের থিম সং নিয়ে!

আইপিএলের পর্দা উঠার আগে সমস্যা ও বিতর্ক যেন পিছু ছাড়ছে না এবারের আসরে। করোনার সংক্রামনের কারণে এমনিতে এবারের আইপিএল আগে থেকেই রঙ হারিয়ে বসে আছে। এবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত আইপিএলের এবারের আসরের থিম সং নিয়ে।ভারতীয় গায়ক কৃষ্ণা কাউল সরাসরি দাবী করেছেন আইপিএলের এবারের থিম সং তার’ই গানকে নকল করে বানানো হয়েছে।

থিম সং এর নাম দেওয়া হয়েছে “আয়েঙ্গে হাম ওয়াপাস”। যেখানে বলা হয়েছে, প্রতিকূলতা যত বেশি, ততই শক্তিশালী হয়ে প্রত্যাবর্তন।

কৃষ্ণা কাউলের দাবী তাঁর ২০১৭ সালে গাওয়া গান “দেখ কউন আয়া ওয়াপস” এই গানটিকে নকল করে। এই ব্যাপারে সরাসরি অভিযোগ এনে ভারতীয় এই গায়ক বলেন তার গান নকল করে এবারের আইপিএলের থিম সং বানানো হয়েছে, অথচ তাঁর কাছ থেকে নেওয়া হয়নি কোন অনুমতি আর দেওয়া হয়নি কোন সম্মানী।

যদিও এই অভিযোগ অস্বীকার করে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, গান নকলের ব্যাপারে কোন তথ্য তাঁদের কাছে নেই।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss