মন ভালো নেই ভারতের জাতীয় দলের পেসার মোহাম্মদ শামির। নিজে রয়েছেন দুবাইতে। কিংস ইলেভন পঞ্জাবের হয়ে আইপিএল মাতাবেন তিনি। এ দিকে আবার লকডাউনের কারণে বহু দিন দেখা হয়নি মেয়ে আইরার সঙ্গে। দেশ থেকে দূরে জৈব সুরক্ষা বলয়ে শামির মাথায় ঘুরছে মেয়ে আইরার কথা। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে আগেই, তা নিয়ে জলঘোলাও হয়েছে অনেক। মেয়ে আইরা থাকে মায়ের কাছেই। এমনিতেই মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ কম। এরপর করোনাভাইরাস এসে যেন বাবা-মেয়ের বিচ্ছেদের মাত্রাটা বাড়িয়ে দিয়েছে আরও বেশি। লকডাউনের পর মেয়েকে আর দেখেননি এই পেস তারকা।
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সে আফসোসটা ঝরেছে শামির কণ্ঠ থেকে, ‘লকডাউনের মধ্যে ওকে (মেয়েকে) দেখতে পারিনি আমি। ও অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। ওকে অনেক মিস করি আমি।’
দলের সবাই নিজের ছন্দ আস্তে আস্তে ফিরে পাচ্ছেন বলে আশাবাদী শামি, ‘দীর্ঘদিন ধরে আমরা ক্রিকেট খেলি না। ছোট বাচ্চাকে মিষ্টির দোকানে নিয়ে গেলে যেমন খুশি হয়, সবাই এখন জীবনে ক্রিকেট ফিরে পেয়ে একই রকম খুশি। কারণ এই খেলাকে তাঁরা সবচেয়ে বেশি ভালোবাসে। বৃহস্পতিবারে আমাদের একটা অনুশীলন ম্যাচ ছিল। আমি কোনো সমস্যার মুখোমুখি হইনি। সবাই নিজের ছন্দ ফিরে পাচ্ছে।’
২০১৯ সালের সংস্করণে ২৪.৬৮ গড়ে ১৯ উইকেট নেওয়া শামি পাঞ্জাব বোলিংয়ের অন্যতম প্রধান অস্ত্র। আইপিএল ক্যারিয়ারে মোট ৪০ উইকেট নিয়েছেন এই তারকা। পাঞ্জাব স্কোয়াডে এর চেয়ে বেশি উইকেট আর কারওর নেই। আগামী ২০ সেপ্টেম্বর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু করতে যাচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব।
চস/আজহার


