মহেন্দ্র সিং ধোনি! বিশ্বক্রিকেটের ম্যাজিক ব্যক্তিত্ব। মাঠ ও মাঠের বাইরে ধোনির ফ্ল্যামবয়েন্সে ঘায়েল হয়নি এমন কম ব্যক্তিই রয়েছেন। মহাতারকার এখন অস্ত যাওয়ার সময়। এমন অবস্থাতেই ধোনির সম্পূর্ণ অপ্রকাশিত এক ঘটনা প্রকাশ্যে এনেছেন পাকিস্তানের মডেল মাথিরা খান। ধোনির বিশ্বজোড়া সমর্থক। সেই সমর্থনের ঢেউ তাঁর কেরিয়ারের শুরু থেকেই। এই ঘটনা বেশ কয়েকবছর আগেকার। মাথিরা খান নামের এক পাকিস্তানি মডেল-গায়িকা-অভিনেত্রী জানান ভারতের এক বিমানবন্দরে তাঁকে অভিবাসন সমস্যা থেকে মুক্ত করেন ধোনি। পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে মাথিরা তুলে ধরেছেন এক চমকপ্রদ তথ্য। এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে দু’ দলের সঙ্গে একই টিম হোটেলে ছিলেন এই পাক মডেলও। সেই সময় এক পাকিস্তানি ক্রিকেটারকে বেশ পছন্দ করতেন তিনি। আর চোখের সামনে সেই পাকিস্তানি ক্রিকেটারকে দেখে আর স্থির থাকতে পারেননি মাথিরা। সেই ক্রিকেটারের কাছে গিয়ে অটোগ্রাফের আবদার জানিয়েছিলেন। নিজের টুপি এগিয়ে দেন অটোগ্রাফের জন্য। কিন্তু মাথিরাকে সেই পাক ক্রিকেটারের কাছে বিশ্রীভাবে প্রত্যাখ্যাত হতে হয়। ধোনি সুন্দরী মডেলকে প্রত্যাখ্যাত হতে দেখে নিজেই এগিয়ে এসে অটোগ্রাফের প্রস্তাব দেন। মাথিরা তখন সানন্দে রাজি হয়ে যান। তারপরে ধোনি নিজের পাশের সিটেও বসার জায়গা করে দিয়েছিলেন পাক মডেলকে। পরেও অবশ্য মাথিরার সঙ্গে ধোনির দেখা হয়। এবার ঘটনাস্থল ভারতের এক বিমানবন্দর। সেই সময়ে অভিবাসন সমস্যায় মাথিরা বেকায়দায়। ধোনি নিজেই এগিয়ে বিপদ থেকে উদ্ধার করেন মাথিরাকে। সম্প্রতি ধোনির অবসরের প্রাক্কালে পাক এই মডেল জানিয়েছেন, ধোনি কতটা হৃদয়বান।
চস/আজহার