spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ফুটবলে সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে মেসি

২০২০ সালের হিসেবে ফোবর্সের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকায় এক নম্বরে রয়েছেন লিওনেল মেসি। মেসির বার্ষিক আয় ১২.৬ কোটি ইউএস ডলার। দুই নম্বরে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর আয় ১১.৭ কোটি ইউএস ডলার। এছাড়া তালিকায় তিন ও চার নম্বরে রয়েছেন যথাক্রমে পিএসজির নেইমার এবং সতীর্থ কিলিয়ান এমবাপে।

চলতি বছরের ন্যায় ২০১৯ সালেও ফোবর্সের প্রতিবেদনে সর্বোচ্চ আয় করা ফুটবলারের তালিকায় প্রথম তিনজন ছিল একই স্থানে। তবে এমবাপে এক লাফে তিন ধাপ উপরে উঠে এসেছেন। ২১ বছর বয়সী এ ফুটবল তারকার বার্ষিক আয় বর্তমানে ৪.২ কোটি ডলার।

ফোর্বসের বাৎসরিক সর্বোচ্চ আয়ের তালিকায় সেরা দশে রয়েছেন লা লিগা ও প্রিমিয়ার লিগের তিনজন করে মোট ছয়জন। এছাড়া বুন্দেসলিগা ও সিরি আ’র একজন এবং লিগ আঁ থেকে দু’জন রয়েছে।

২০২০ সালে সর্বোচ্চ আয়ের ১০ ফুটবলার
১. লিওনেল মেসি (বার্সেলোনা) : ১২.৬ কোটি ডলার
২. ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস) : ১১.৭ কোটি ডলার
৩. নেইমার (পিএসজি) : ৯.৬ কোটি ডলার
৪. কিলিয়ান এমবাপে (পিএসজি) : ৪.২ কোটি ডলার
৫. মোহামেদ সালাহ (লিভারপুল) : ৩.৭ কোটি ডলার

৬. পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড) : ৩.৪ কোটি ডলার
৭. আন্তোনিও গ্রিজম্যান (বার্সেলোনা) : ৩.৩ কোটি ডলার
৮. গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ) : ৩.২ কোটি ডলার
৯. রবার্ট লেভানডোভস্কি (বায়ার্ন মিউনিখ) : ২.৮ কোটি ডলার
১০. ডেভিড ডি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড) : ২.৭ কোটি ডলার।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss