spot_img

২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে শোয়েব মালিকসহ বেশি কয়েকজন নিয়মিত ও অভিজ্ঞ ক্রিকেটারকে।জিম্বাবুয়ের মতো তুলনামূলক সহজ দলের বিপক্ষে তরুণদের বাজিয়ে দেখতে চায় পিসিবি।

ঘোষিত ২২ সদস্যের স্কোয়াড থেকেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল বেছে নেয়া হবে।দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন প্রথম শ্রেণি ও টি-টোয়েন্টি অভিষেকে সেঞ্চুরি করা তরুণ আবদুল্লাহ শফিক।

সফরে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ খেলবে জিম্বাবুয়ে। রাওলপিন্ডিতে প্রথম ওয়ানডে ম্যাচ হবে ৩০ অক্টোবর। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ হবে ১ ও ৩ নভেম্বর। লাহোরে হবে টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে ৭, ৮ ও ১০ নভেম্বর।

পাকিস্তান দল: বাবর আজম, হায়দার আলি, আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, আবিদ আলি, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, খুশদিল শাহ, মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, রোহাইল নাজির, শাদাব খান, ইফতিখার আহমেদ, হারিস রউফ, মুসা খান, ওয়াহাব রিয়াজ, উসমান কাদের,শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসানাইন এবং জাফর গোহার।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss