স্যানিটারি ন্যাপকিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেফপ্যাড বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ। সম্প্রতি দারাজের বনানী কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে সেইফপ্যাডের পক্ষে ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার তাহমিদ কামাল চৌধুরী। দারাজের পক্ষে ছিলেন ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক, হেড অফ সিএসআর অ্যান্ডসাস্টেইনেবল ডেভেলপমেন্ট তানজিলা রহমান ও হেড অফ মার্কেটিং সৈয়দ আবরার হাসনাইন।
উল্লেখ্য, সেফপ্যাড মূলত একটি ড্যানিশ প্রতিষ্ঠান যা বাংলাদেশ, ভারত, নাইজেরিয়া ও কেনিয়াতে তাদের ব্যবসা পরিচালনা করছে। কোম্পানিটি এই প্রথমবারের মতো দেশে উৎপাদন করছে অ্যান্টিমাইকোবাইল প্রযুক্তি সম্পন্ন রিইউজেবেল স্যানিটারি ন্যাপকিন যাতে রয়েছে অধিক শোষণ ক্ষমতা এবং পুনর্ব্যবহারযোগ্যতা। দুই ধরনের প্যাকেজিং-এ এই স্যানিটারি ন্যাপকিনটি এখন পাওয়া যাবে দারাজ অ্যাপে। বিজ্ঞপ্তি
চস/ সোহাগ