spot_img

৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা শনাক্তের কিট উৎপাদনে অনুমতি পেলো গনস্বাস্থ্য

করোনাভাইরাস শনাক্তে কিট উৎপাদন করতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির অনুমোদন পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ওষুধ প্রশাসন অধিদপ্তর এ অনুমোদন দেয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এ সম্পের্কে সাংবাদিকদের বলেন, আগামী এক সপ্তাহের মধ‌্যে এসব কাঁচামাল দেশে চলে আসবে। দুই সপ্তাহের মধ‌্যে সেম্পল তৈরি করে সরকারকে দেয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এরপর পরীক্ষা করে ওষুধ প্রশাসন অনুমতি দিলে বাজারজাত করা হবে।

প্রতিটা কিটের জন‌্য ২০০ থেকে ২৫০ টাকা খরচ হতে পারে। দ্রুত এই কিটের মাধ‌্যমে করোনাভারাসে আক্রান্ত রোগী শনাক্ত করা সম্ভব হবে।

আরো পড়ুন: করোনাভাইরাস: চট্টগ্রামে ১০২ জন হোম কোয়ারেন্টাইনে

এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক লিমিটেড কোভিড-১৯ শনাক্তে একটি কিট তৈরির জন‌্য কাঁচামাল আমদানি করতে ওষুধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করে।

সম্প্রতি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চ দক্ষতাসম্পন্ন একটি দল গত ফেব্রুয়ারি থেকে কিট তৈরি ও উৎপাদনের জন্য কাজ করে। এ দলের নেতৃত্ব দেন ড. বিজন কুমার শীল।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss