spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দেশে একদিনে রেকর্ড ৭৯০ জনের করোনা শনাক্ত, মৃত আরো ৩

গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৭৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট ১১ হাজার ৭১৯ জনের করোনা শনাক্ত হল। এছাড়া একই সময়ের মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। এ নিয়ে করোনায় ১৮৬ জনের মৃত্যু হলো।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনাভাইরাস পজেটিভ ফলাফল এসেছে ৭৯০টির। আগের দিন ৫ হাজার ৭১১টি নমুনা পরীক্ষা থেকে পজেটিভ এসেছিল ৭৮৬টির।

আরো পড়ুন: করোনায় চট্টগ্রামে আরও ১ জনের মৃত্যু

গতকাল মঙ্গলবার জানানো হয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে আরো ১৯৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ১ হাজার ৪০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে নতুন করে আর কেউ সুস্থ হননি বলে জানিয়েছেন নাসিমা সুলতানা।

এর আগের এক বুলেটিনে নাসিমা সুলতানা বলেন, সুস্থতার হিসাব শুধু হাসপাতালে যারা ভর্তি ছিলেন তাদেরটাই দেয়া হয়। আর যারা বাড়িতে থেকে সুস্থ হচ্ছেন তাদের এ হিসাবে আনা হয়নি। বাড়িতে থেকে কতজন সুস্থ হয়েছেন তাও খুব শিগগিরই জানানো হবে। যদিও প্রায় ৭৯ শতাংশ রোগী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss