spot_img

২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় ২৪ ঘন্টায় সারাদেশে আক্রান্ত ৩১৪১, মৃত্যু ৩২ জনের

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১৭১ জনে। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ১৪১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৫২০ জনে।

রবিবার (১৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুলেটিন উপস্থাপন করেন।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৯০ টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১৪ হাজার ৫০৫ জনের। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ১ হাজার ৪৬৫ টি।

আরো পড়ুন: চট্টগ্রামে একদিনে আরও ২৬৯ জন করোনায় আক্রান্ত

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৯০৩ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৩০ জন।

তিনি আরো বলেন, ৩২ জন মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ ও ৫ জন মহিলা। বিভাগীয় বিশ্লেষণে তিনি জানান, সর্বোচ্চ ১৬ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১১ জন, সিলেট বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে মারা গেছেন আরো ১ জন।

আরো পড়ুন: সদ্যপ্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী করোনায় সংক্রমিত ছিলেন

তিনি বরাবরের মতোই করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লোভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

এছাড়া তিনি সকলকে বাসায় অক্সিজেন সিলিন্ডার মজুদ না করতে অনুরোধ করেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss