রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে প্রতারণা ও আত্মসাতের চার মামলায় মোট ২৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ।
উত্তরা পশ্চিম ও উত্তরা পূর্ব থানার এই চার মামলায় ৪০ দিনের রিমান্ডের আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী রোববার প্রত্যেক মামলায় সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আরো পড়ুন: দেশে একদিনে করোনায় ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ২৫২০
করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতির অভিযোগে উত্তরা পশ্চিম থানার মামলায় রিমান্ড শেষে র্যাব সাহেদকে সকালে আদালতে পাঠিয়ে দেয়।
সাহেদের আইনজীবীরা তার জামিনের আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন।
চস/স