spot_img

৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

এভারেস্টের দু’দিন পর বাবর আলীর লোৎসে জয়

এভারেস্টের চূড়ায় আরোহনের দু’দিন পর এবার মাউন্ট লোৎসের শিখরে নিজের পদচিহ্ন রেখেছেন চট্টগ্রামের ছেলে বাবর আলী।

আজ (২১ মে) নেপালের স্থানীয় সময় ভোর ০৫:৫০ মিনিট (বাংলাদেশ সময় ০৬:০৫ মিনিট) বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে চূড়াতে আরোহন করেন বাবর আলী।

বিষয়টি নিশ্চিত করেছে ফেসবুক পেজ ভার্টিকাল ড্রিমার্স।

কোন বাংলাদেশীর এটিই প্রথম লোৎসে সামিট। একইসাথে বাবর আলী আরো একটি রেকর্ড করেছেন।

প্রথম বাংলাদেশী হিসেবে এক অভিযানে বাবর দুইটি আটহাজারি সৃঙ্গ সামিট করেছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss