spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হালদার রুই জাতীয় মাছের রেণু বিক্রি শুরু আজ

আজ বৃহস্পতিবার (২২ জুন) থেকে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদার রুই জাতীয় মাছের রেণু বিক্রি হবে। নদীর দুই তীর রাউজানের গহিরা, বিনাজুরী, পশ্চিম গুজরা ও উরকিরচর ইউনিয়ন এবং হাটহাজারীর গড়দুয়ারা, উত্তর ও দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব রেণু বিক্রি করা হবে।

বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার বেশি রেণু বিক্রি করা হবে বলে জানিয়েছেন ডিম সংগ্রহকারীরা। এদিকে ডিম থেকে রেণু ফোটাতে হালদা পাড়ে ব্যস্ত সময় পার করছেন ডিম সংগ্রহকারীরা।

ডিম সংগ্রহকারীরা জানান, সাধারণত ডিম সংগ্রহের চারদিন থেকে রেণু বিক্রি শুরু হয়। এ নিয়ে ক্রেতা ও বিক্রেতা প্রতীক্ষার প্রহর গুনেন।

প্রসঙ্গত, গত রবিবার হালদায় রুই জাতীয় মাছ (রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ) ডিম ছাড়ে। এবার কয়েক বছরের তুলনায় রেকর্ড পরিমাণ ডিম ছাড়ায় খুশি ডিম সংগ্রহকারীরা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss