spot_img

১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আজ আন্তর্জাতিক পর্বত দিবস

আজ (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক পর্বত দিবস। ২০০৩ সাল থেকে প্রতি বছর এই দিনে পালিত হয়ে আসছে দিবসটি। এবারে দিবসটির প্রতিপাদ্য হলো মাউন্টেইন সল্যুশন ফর এ সাসটেইনেবল ফিউচার-ইনোভেমন, এডাপটেশন এন্ড ইয়থ।

দিবসটি পালনের উদ্দেশ্য হলো, আমাদের জীবনে পর্বতের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি, পর্বতের উন্নয়নের সুযোগ ও সীমাবদ্ধতা তুলে ধরা এবং বিশ্বব্যাপী একটি সাধারণ জনমত তৈরি করা, যা মানুষের মধ্যে পর্বতের পরিবেশ রক্ষার বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।

পৃথিবীর মোট জনসংখ্যার শতকরা ১৫ শতাংশের বাস পর্বতে। পৃথিবীর জীববৈচিত্র সমৃদ্ধ হটস্পটগুলোর মোটামুটি অর্ধেকের অবস্থান পর্বতে। পাশাপাশি বিপুল বিশুদ্ধ পানির সরবরাহকারীও পর্বত। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর ২০০১ সালের ১১ ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত বর্ষ ধারণাটির সূচনা করে।

পরবর্তীতে ২০০২ সালে টেকসই পর্বত উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সমস্যাগুলির বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক পর্বত বর্ষকে চিহ্নিত করা হয়। ২০০২ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘ ১১ ডিসেম্বর তারিখটিকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে চূড়ান্ত করে। এ সময় টেকসই পাহাড় উন্নয়ন নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।

তারপর ২০০৩ সালের ১১ ডিসেম্বর প্রথম আন্তর্জাতিক পর্বত দিবস পালন করা হয়। পৃথিবীর ভূ-পৃষ্ঠের প্রায় ২৭ শতাংশ জুড়ে আছে পর্বতগুলো। মানবজাতির আনুমানিক অর্ধেককে মিষ্টি জল সরবরাহ করে পর্বত। এছাড়াও গাছপালা এবং প্রাণীদের আশ্রয়স্থল হিসেবে কাজ করে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss